নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী কোম্পানীগঞ্জে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের বাসা থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডেলে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হৈদ বাড়ি সংলগ্ন সিএনজি চালকের ভাড়া বাসায় অভিযান চালিয়ে পুলিশ ৫০ বোতল ফেনসিডেল উদ্ধার করে।
তবে পুলিশের অভিযান টের পেয়ে আত্মগোপনে চলে যায় সিএনজি চালক লিটন মজুমদার (৫০)। সে উপজেলার চরহাজারী ইউনিয়নের কদমতলা এলাকার মৃত শুভলের ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি চালক লিটন সিএনজি চালানোর আড়ালে দীর্ঘদিন থেকে ফেনসিডেল ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে সিএনজি চালকের ভাড়া বাসার খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডেল উদ্ধার করা হয়। বর্তমানে পলাতক সিএনজি চালকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.