দাগনভূঞায় নবনির্মিত কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
- আপডেট সময় : ১০:২৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০ ৪০৫৫ বার পড়া হয়েছে
ফেনী প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলা নবনির্মিত কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন মঙ্গলবার সকালে উদ্বোধন করেন দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক তোফায়েল আহমদ চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহীন মুন্সী ও মহিলা ভাইস-চেয়ারম্যান রোখসানা আক্তার।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাফিউল ইসলামের পরিচালনায় এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ রুবাইয়াত বিন করিম, পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খলিলুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদ, সহকারী প্রোগ্রামার মো. মহসিন, পরিসংখ্যান কর্মকর্তা বিপ্লব চক্রবর্তী, উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী মো. শাহ আলম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।