নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৭ জন গুরুতর আহত হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে বসুরহাট-বাংলাবাজার সড়কের জলিল ড্রাইভারের বাড়ির দরজায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বসুরহাট থেকে বাংলাবাজারগামী সিএনজিটি জলিল ড্রাইভারের বাড়ির দরজা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘনা ঘটে।
এসময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে প্রেরণ করেন এবং ১জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। আহতরা হলো, রামপুরের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রিপাত (৩০), চরকাকড়া নতুন বাজারের জয়নাল আবেদিনের ছেলে নূর নবী (৩৫) , বামনীর দুলা মিয়ার ছেলে নুরুল আমিন (৬৫), তোফাজ্জল হোসেনের ছেলে রাহুল (৩৫) সহ অজ্ঞাত আরো ৩জন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি দূর্ঘটনার কথা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.