নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী মামলা দায়ের করেছে। তবে তাৎক্ষণিক ভাবে তদন্তের স্বার্থে পুলিশ আসামিদের নাম ঠিকানা জানাতে অপারগতা প্রকাশ করেছে।
বুধবার (১০ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকালের দিকে ৯৮ জনের নাম উল্লেখ করে আরো দুইশত পঞ্চাশ জনকে অজ্ঞাত আসামি করে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এর আগে, সংঘর্ষের পর দ্রুত অভিযান চালিয়ে মঙ্গলবার (৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার বিভিন্নস্থান থেকে ২৮জনকে আটক করা হয়। আটকদের মধ্যে কে কোন গ্রুপের লোক, এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ওসি মীর জাহেদুল হক বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.