নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১১১ জন। যা গত ৯মাসের তুলনা সর্বোচ্চ আক্রান্ত। নতুন আক্রান্তের হার শতকরা ১৭.১৬ভাগ। যা গত রোববারের তুলনায় ১০ভাগ বেশি। জেলা মোট আক্রান্তের সংখ্যা দাড়িঁয়েছে ৬২০৬জন।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি জানান, জেলায় নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৩২, বেগমগঞ্জে ৩৯, কোম্পানীগঞ্জে ১৫, কবিরহাটে ৯, সোনাইমুড়ীতে ৭, সেনবাগে ৩, হাতিয়ায় ৩, চাটখিলে ২ ও সুবর্ণচরে ১ জন রোগী রয়েছেন। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২০৬জন। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ৫৫২৫ ও আইসোলেশনে রয়েছেন ৫৮৯জন। গত ২৪ ঘন্টায় জেলার দু’টি ল্যাবে ৬৪৭জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলা করোনায় মোট মৃত্যু ৯২জন। স্বাস্থবিধি মেনে চলতে মাইকিংসহ বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে লকডাউনের প্রথম দিনে সকাল থেকে জেলা শহরসহ জেলার গুরুত্বপূর্ন বাজার গুলোতে মানুষের তেমন একটা ভিড় লক্ষ্য করা যায়নি। বিভিন্ন সড়কে ছোট খাট কয়েকটি অটোরিকশা ও পণ্যবাহী যানবাহন চলাচল করছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.