নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিষেধাজ্ঞা না মেনে নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখায় ১০ হাজার ৮শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ এপ্রিল) বিকেলে ২ ঘন্ট্যা ব্যাপী উপজেলার বসুরহাট পৌরসভার বসুরহাট বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মীর। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নির্ধারিত সময়ের পর এক স্যাটার খুলে দোকান খোলা রাখা, স্বাস্থ্য বিধি না মেনে ঘুরাফেরা করাসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলায় ১০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.