নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬টি দুরারোগ্য ব্যাধি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২৮জন রোগীকে চিকিৎসার জন্য জনপ্রতি ৫০ হাজার টাকা করে ১৪ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৬মে) উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে ওই চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সেনবাগ উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেনবাগ উপজেলা সমাজসেবা কর্মকতা মোঃ নাসরুল্লাহ আল মাহমুদ এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মোস্তাফা মোস্তাকুর রহিম পলাশ। বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কাশেম ও ফেনীর সহকারী পরিচালক রুহুল আমিন বাশারী।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.