শিরোনাম:
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা মেলা নিয়ে বিরোধ, কিশোর গ্যাংয়ের হামলায় মাদরাসা ছাত্রের মৃত্যু কবিরহাটে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত সুবর্ণচর গভর্নমেন্ট এমপ্লয়িজ ফোরামের ঈদ মিলনমেলা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের মিলনমেলা অনুষ্ঠিত প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে কিশোরীকে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার তরুণ নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-৩ সৌদির সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন করলেন নোয়াখালীর ৪ গ্রামের মানুষ ঘুরতে গিয়ে লাশ হলো শিহাব, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণের মৃত্যু স্ত্রীর মৃত্যুর সংবাদ শোনার এক ঘন্টা পর স্বামীর মৃত্যু

কোম্পানীগঞ্জের সাংবাদিক মুজাক্কির হত্যায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৬ জুলাই, ২০২১

নোয়াখালী প্রতিবেদক:

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় মো. আমজাদ হোসেন মাসুদ (৩৩) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃত আসামীকে নোয়াখালী ২ নং আমলী আদালতে সোপর্দ করার পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাসুদ কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আন্তু মিয়াজির বাড়ির মফিজ উল্যাহর ছেলে।

 

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা পিবিআই ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, গত শনিবার (২৪ জুলাই) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের চরকালি মোল্লার দোকান এলাকা থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদকে কোম্পানীগঞ্জ থানায় গত ২৩ ফেব্রুয়ারি দায়ের হওয়া সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় এরআগে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের দ্বন্দ্বে গত ১৯ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে চাপরাশিরহাট পূর্ব বাজারে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে পরদিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিহত হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। ঘটনায় গত ২৩ফেব্রুয়ারি সকালে কোম্পানীগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহত মুজাক্কিরের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা নুরুল হুদা মো. নোয়াব আলী। মামলাটি অধিকতর তদন্তের জন্য সেদিনি নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে হস্তান্তর করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০