লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে শোক আর শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ ও জাতীয় শোকদিবস পালিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮ ঘটিকার সময় লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানায় জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ। এর পরে প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান কামাল, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহাজাহান, জেলা পুলিশ সুপার ড. এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকুসহ সহযেগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও, জেলার রায়পুর , রামগঞ্জ কমলনগর , রামগতিতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।
অপরদিকে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের মাঝে আমরা ক’জন মুজিব সেনা’র খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
https://youtu.be/r5LG2l2xWWM
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে লক্ষ্মীপুরে কোরানখানি দোয়া ও খাবার বিতরণ করেছে আমরা ক’জন মুজিব সেনা সংগঠন। রবিবার (১৫ আগষ্ট) দুপুরে জেলা শহরের আব্দুল গনি দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফেজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসায় এ আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও আওয়ামীলীগ নেতা এ এফ জসিম উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে আরো ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম বাবু, আবু তালেব হালান, মোফাচ্ছের হোসেন চুন্নু সহ আরো অনেকে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.