Sharing is caring!

স্টাফ রির্পোটারঃ

 

জাতীর জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষীকি উপলক্ষে ১ শত জন রিক্সা শ্রমিককে রেইনকোট দিলেন নোয়াখালী জেলা সেচ্চাসেবকলীগ সভাপতি প্রার্থী আশিক মাহমুদ শাহিন।

সোমবার সকালে জেলা শহর মাইজদীর উত্তর ফকিরপুর এলাকায় ১ শত জন রিক্সা শ্রমিকের মাঝে তিনি এ রেইন কোর্ট বিতরন করেন।

এর আগে রবিবার শোক দিবসে ৫ শত খাবার পেকেট বিতরন করেন তিনি। এছাড়াও মঙ্গলবার দুপুরে মাইজদী শহরে ১ শত হত দরিদ্রের মাঝে কাচা সব্জি বিতরন করেন আশিক মাহমুদ শাহিন। দলের কেন্দ্রের নির্দেশনা অনুযাযী নিজ অর্থাযনে স্থানীয় সেচ্চাসেবকলীগ নেতা কর্মীদের সাথে নিয়ে তিনি জনগনের পার্শ্বে দাড়ান।

Sharing is caring!