বর্তমান সময়ে জনপ্রিয়তার শীর্ষে টি-টোয়েন্টি ক্রিকেট। এখন টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন নিয়ম খেলা হবে বলে শুক্রবার (৭ জানুয়ারি) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। নিয়ম গুলোর মধ্যে থাকছে, ‘স্লো ওভার’ রেটের শাস্তি মাঠেই দেওয়া হবে। এ ছাড়াও যোগ হয়েছে দুই দলের ইনিংসের মাঝপথে আড়াই মিনিটের বাড়তি পানি পানের বিরতিও। অবশ্য এটি হবে সিরিজের আগে দুই দলের সম্মতির ওপর।
এমনকি স্লো ওভার রেটের কারণে দোষী দলকে খেলা শেষে ম্যাচ ফি জরিমানা, ডিমেরিট পয়েন্ট কিংবা পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়। এখন নতুন নিয়ম অনুযায়ী ম্যাচের মধ্যেই দেওয়া হবে শাস্তি।
আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো দল যদি নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারে তবে ইনিংসের বাকি ওভারগুলোতে চারজনের বেশি ফিল্ডার রাখা যাবে না (৩০ গজ) বৃত্তের বাইরে।
আইসিসি আরও বলেছে, অনাকাঙ্ক্ষিত কারণে যদি নির্ধারিত বা পুনর্নির্ধারিত সময়ে ইনিংসের শেষ ওভারের প্রথম বল করতে না পারে, তবে ফিল্ডিং সীমাবদ্ধতার শাস্তি পেতে হবে। এক্ষেত্রে ৩০ গজের বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে।
আগামী ১৬ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। সেটি দিয়েই এই নিয়ম চালু হতে যাচ্ছে। মেয়েদের টি-টোয়েন্টিতেও একই নিয়ম প্রযোজ্য হবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.