দীর্ঘদিন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে ছিলেন মিশা সওদাগর। সর্বশেষ টানা দুইবারের সভাপতি তিনি। তবে এবার পর্দার মতো বাস্তবেও নায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে ভোট যুদ্ধে পরাজিত হয়েছেন তিনি। নির্বাচনে হেরেও নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে অভিনন্দন জানিয়েছেন মিশা। এদিকে কাঞ্চনও চাইছেন নতুন কমিটিতে মিশা যুক্ত থাকুক। এ বিষয়ে ইতোমধ্যে প্রস্তাবনাও দিয়েছেন এই নায়ক।
জানা যায়, শিগগিরই নির্বাচিত নতুন কমিটির সদস্যরা শপথ নেবেন। এর পরপরই অনির্বাচিত আরও কয়েকজন উপদেষ্টা হিসেবে এই কমিটিতে যুক্ত হবেন। সেখানে রাখা হচ্ছে মিশা সওদাগরের নাম। শনিবার (২৯ জানুয়ারি) মিশাকে এই প্রস্তাবনা দেওয়া হয়েছে জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সকালে কথা হয়েছে তার সঙ্গে। সে শুভকামনা জানিয়েছে। তার কাজের বিষয়ে আন্তরিকতা আছে। আমি তাকে বলেছি, উপদেষ্টা পরিষদে তোমাকে রাখতে চাই। কারণ তোমার ভালো অভিজ্ঞতা রয়েছে। যা আমাদের কাজের জন্য দরকার।’
এদিকে এবারের নির্বাচনের শুরু থেকেই প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কাঞ্চনকে নিয়ে মিশার বিভিন্ন বক্তব্য প্রশংসিত হয়। এমনকি ভোটের পরেও তিনি জয়ী প্রার্থীদের সবার আগে অভিনন্দন জানিয়েছেন। নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে অভিনন্দন জানিয়ে তিনি ফেইসবুকে একটি আলোকচিত্র পোস্ট করেছেন। সেখানে দেখা যায় মিশা সওদাগর, ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান পাশাপাশি দাঁড়িয়ে আছেন। মিশা গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন ইলিয়াস কাঞ্চনকে।
শিল্পী সমিতির এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন। তাদের প্রদত্ত ভোটেই নতুন নেতৃত্ব এসেছে সংগঠনটিতে। ১৯১ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.