বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। সেই অর্থে জয়-হারে তেমন বড় ক্ষতি ছিল না, শুধু বাছাইপর্বে অপরাজেয় যাত্রাটা থেমে যেত। বুধবার (২ ফেব্রুয়ারী) ভোরে অবশ্য শৈল্পিক ফুটবল উপহার দিয়েছে তিতের দল। প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে জয়ে ফিরেছে ব্রাজিল।
প্যারাগুয়ের বিপক্ষে প্রথমার্ধেই গোল করেন রাফিনহা। এছাড়া ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপে কৌতিনহো। নির্ধারিত সময়ের শেষ চার মিনিটে ব্রাজিলের করা দুটি গোলের শেষটি আবার রদ্রিগোর জন্য স্মরণীয়।
এর আগে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয়বঞ্চিত ছিল ব্রাজিল। ৩২ ফাউলের ম্যাচটি ১-১ গোল সমতায় শেষ হয়। গত বছরের জুনে ব্রাজিলের মাঠে ২-০ গোলে হেরেছিল ইকুয়েডর। নিজেদের ঘরের মাঠে সে হারের প্রতিশোধের সুযোগও আসে সালেসাওদের বিপক্ষে।
২০১৫ সবশেষ বিশ্বকাপ বাছাইয়ে হারের মুখ দেখেছিল ব্রাজিল। ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে ৩০ ম্যাচ অপরাজিত সেলেসাওরা।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.