সরকারি ছুটি নিয়ে যা বললেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৫ মে, ২০২০

এনকে বার্তা ডেস্ক::

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। যদিও পবিত্র ঈদুল ফিতরের কারণে সীমিত সময়ের জন্য শপিংমলসহ বেশকিছু সরকারি মন্ত্রণালয় খুলে দিয়েছে সরকার। দেশের এই সাধারণ ছুটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার ঈদের নামাজ শেষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি বলেন, করোনাভাইরাসে লকডাউন করা হয়নি বরং ছুটি ঘোষণা করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘করোনাভাইরাসে দেশে লকডাউন করা হয়নি কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা দেশের চতুর্দিকে দেখতে পাচ্ছি, সাধারণ ছুটি ঘোষণা করার মধ্য দিয়ে মানুষ আসলে সাধারণ ছুটিটাই ভোগ করছে। লকডাউন নয়। দুর্ভাগ্যজনকভাবে হলেও, সরকারের এই বিষয়টাতে যে ধরণের গুরুত্ব দেয়া প্রয়োজন ছিলো সেটা দিতে তারা ব্যর্থ হয়েছে।’

তিনি আরো বলেন, ‘কোথাও কোনো দায়িত্বের লেশ আমরা দেখতে পারছি না, সমন্বয় দেখতে পারছি না। একটা যে সেন্স অব রেসপনসেভিলিটি সেটা দেখতে পারছি না। আপনি পুরোটাই পারবেন-সেটা সম্ভব না এখন। কিন্তু আপনি করার চেষ্টা করছেন আন্তরিকভাবে সেটা ভিজিবল হতে হবে- সেটাই আমরা দেখছি না।’

বিএনপির এই মহাসচিব আরো বলেন, ‘আমরা দেখেছি, কয়েকবার বিভিন্ন সিদ্ধান্তের কারণে সারাদেশেই মানুষ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আপনারা দেখলেন এবার ঈদের আগে এবং তারও আগে গার্মেন্টসসহ ছুটি- সব মিলিয়ে এখন সারাদেশের মানুষই করোনাতে আক্রান্ত হয়ে পড়েছে। প্রতিদিন সংখ্যা বাড়ছে এবং বৃদ্ধির কারণটা হচ্ছে যে, পরীক্ষা হচ্ছে বেশি সংক্রামিত সংখ্যাও সেজন্য বাড়ছে।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০