সংবাদ শিরোনাম ::
শপিং করতে গিয়ে, করোনা আক্রান্ত হয়ে ফিরলেন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০ ৩৬৯ বার পড়া হয়েছে
এনকে বার্তা ডেস্ক::
শপিং করতে গিয়েছিলেন মার্কেটে। আর সেখানেই তাকে খুঁজে নিয়েছে বেরসিক করোনা। শুক্রবার নমুনার ফলাফল আসে ইংল্যান্ডের ক্লাব বোর্নমাউথের গোলরক্ষক এরন রামসডেলের। সেখানেই তিনি কোভিড-১৯ পজিটিভ হন।
ইংলিশ গণমাধ্যমকে তিনি বলেন, এটা অবাক হওয়ার মতো ব্যাপার। আমি কারও সংস্পর্শে যাইনি, অথচ আক্রান্ত হয়ে গেলাম। আমার মধ্যে কোনো লক্ষণ ছিল না। তাই একজন তরুণ স্বাস্থ্যবান মানুষ হিসেবে ব্যাপারটা খুবই ভয়ংকর এবং দুশ্চিন্তার। রামসডেলে ধারণা করছেন, সুপারমার্কেটে যাওয়াই কাল হয়েছে তার জন্য।
ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-২১ দলে খেলা এই গোলরক্ষক বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। সাতদিন কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হলে আবারও করোনা টেস্ট করানো হবে তার। সে টেস্টে ফল নেগেটিভ আসলে তবেই ট্রেনিংয়ে ফিরতে পারবেন।