ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

টেস্টের দরজা বন্ধ রোহিতের জন্য

এনকে বার্তা স্পোর্টস:
  • আপডেট সময় : ০৭:০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেস্টে ব্যাট হাতে রীতিমতো রান খরায় ভুগছেন রোহিত শর্মা । ভারতের হয়ে লাল বলের ক্রিকেটে শেষ ১৫ ইনিংসে তার ব্যাটে এসেছে মারে ১৬৪ রান। একবারের বেশি ফিফটি হাঁকাতে পারেননি। দুই অংকের ঘরে যেতে পারেননি ১০ বার।

 

অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলেননি রোহিত শর্মা। পরের দুই টেস্টে মিডল অর্ডারে খেলে রান পাননি। মেলবোর্নে ওপেনিংয়ে নেমেও ব্যর্থ। তিনটি টেস্ট মিলিয়ে তার ব্যাটে এসেছে মাত্র ৩১ রান। সিডনিতে সিরিজের শেষ টেস্টে নিজেকেই একাদশ থেকে নাকি নিজেকে সরিয়েছেন। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত জানানোর পর রোহিতকে নিয়ে এমনটাই দাবি করেন টিম ইন্ডিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রীত বুমরাহ।

 

ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। ভারত-অস্ট্রেলিয়া সিডনি টেস্টের আগেই রোহিতকে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগারকার। টেস্টে নাকি তাকে আর বিবেচনায় নেয়া হচ্ছে না।

 

হিটম্যান খ্যাত ব্যাটারকে কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকদের মনোভাব বুঝিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে টেস্ট ক্রিকেটের পরিকল্পনায় তাকে আর রাখা হচ্ছে না। ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও রোহিতের দলে থাকা অনিশ্চিত। কারণ নির্বাচকদের ভাবনায় তিনি আর নেই। আগারকার আগরকর রোহিতকে জানিয়েছেন, তাদের এই সিদ্ধান্ত সর্বসম্মত।

 

সূত্র জানিয়েহে, বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষের পর ভারতীয় দলের আরো দুই সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাকেও টেস্ট থেকে অবসর নেয়ার বার্তা দেওয়া হতে পারে। সিরিজ শেষে রোহিতের সঙ্গে আলোচনায় বসবেন আগারকার। একইসঙ্গে কোহলি এবং জাদেজার সঙ্গেও কথা বলতে চান।

 

অবসর না নিলে চ্যাম্পিয়ন্স ট্রফির পর সম্ভবত এক দিনের ক্রিকেটের পরিকল্পনা থেকেও রোহিতকে বাদ দেবেন নির্বাচকেরা। কোহলি এবং জাদেজার ক্ষেত্রেও হয়তো এই প্রতিযোগিতা পর্যন্ত অপেক্ষা করা হতে পারে। অদূর ভবিষ্যতে শেষ হয়ে যেতে পারে ভারতীয় ক্রিকেটে রোহিত-কোহলি-জাদেজা যুগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

টেস্টের দরজা বন্ধ রোহিতের জন্য

আপডেট সময় : ০৭:০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

টেস্টে ব্যাট হাতে রীতিমতো রান খরায় ভুগছেন রোহিত শর্মা । ভারতের হয়ে লাল বলের ক্রিকেটে শেষ ১৫ ইনিংসে তার ব্যাটে এসেছে মারে ১৬৪ রান। একবারের বেশি ফিফটি হাঁকাতে পারেননি। দুই অংকের ঘরে যেতে পারেননি ১০ বার।

 

অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলেননি রোহিত শর্মা। পরের দুই টেস্টে মিডল অর্ডারে খেলে রান পাননি। মেলবোর্নে ওপেনিংয়ে নেমেও ব্যর্থ। তিনটি টেস্ট মিলিয়ে তার ব্যাটে এসেছে মাত্র ৩১ রান। সিডনিতে সিরিজের শেষ টেস্টে নিজেকেই একাদশ থেকে নাকি নিজেকে সরিয়েছেন। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত জানানোর পর রোহিতকে নিয়ে এমনটাই দাবি করেন টিম ইন্ডিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রীত বুমরাহ।

 

ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। ভারত-অস্ট্রেলিয়া সিডনি টেস্টের আগেই রোহিতকে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগারকার। টেস্টে নাকি তাকে আর বিবেচনায় নেয়া হচ্ছে না।

 

হিটম্যান খ্যাত ব্যাটারকে কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকদের মনোভাব বুঝিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে টেস্ট ক্রিকেটের পরিকল্পনায় তাকে আর রাখা হচ্ছে না। ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও রোহিতের দলে থাকা অনিশ্চিত। কারণ নির্বাচকদের ভাবনায় তিনি আর নেই। আগারকার আগরকর রোহিতকে জানিয়েছেন, তাদের এই সিদ্ধান্ত সর্বসম্মত।

 

সূত্র জানিয়েহে, বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষের পর ভারতীয় দলের আরো দুই সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাকেও টেস্ট থেকে অবসর নেয়ার বার্তা দেওয়া হতে পারে। সিরিজ শেষে রোহিতের সঙ্গে আলোচনায় বসবেন আগারকার। একইসঙ্গে কোহলি এবং জাদেজার সঙ্গেও কথা বলতে চান।

 

অবসর না নিলে চ্যাম্পিয়ন্স ট্রফির পর সম্ভবত এক দিনের ক্রিকেটের পরিকল্পনা থেকেও রোহিতকে বাদ দেবেন নির্বাচকেরা। কোহলি এবং জাদেজার ক্ষেত্রেও হয়তো এই প্রতিযোগিতা পর্যন্ত অপেক্ষা করা হতে পারে। অদূর ভবিষ্যতে শেষ হয়ে যেতে পারে ভারতীয় ক্রিকেটে রোহিত-কোহলি-জাদেজা যুগ।