সোনাইমুড়ীতে ৬প্রতিষ্ঠানকে জরিমানা

Avatar
newsdesk2
আপডেটঃ : শনিবার, ৯ মে, ২০২০

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মূল্য তালিকা না থাকায়, অধিক মূল্যে পন্য ও ওষুধ বিক্রি করায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. কাউছার মিয়া।অভিযানে সহযোগিতা করে সোনাইমুড়ী থানা পুলিশ।

তিনি জানান,সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকায় ও অধিক মুল্যে পন্য বিক্রি করার অপরাধে ৫টি মুদি ও মসলার দোকান এবং অধিক মূল্যে ওষুধ বিক্রি করায় ১টি ওষুধ দোকানকে ১৪হাজার টাকা জরিমানা করা হয়। এসময়ে ক্রয় রশিদ যাচাই করা হয় ও মূল্য তালিকা সর্বদা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদ করার নির্দেশনা দেয়া হয়।পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার জন্য নির্দেশনা দেয়া হয়। তাছাড়া ব্যবসায়ী ও ভোক্তাগণকে সচেতন থাকার অনুরোধ করা হয়েছে। সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করার অনুরোধ করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০