সংবাদ শিরোনাম ::
সোনাইমুড়ীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০ ৩২৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার রামপুর এলাকায় সাপের কামড়ে তাসপিয়া আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধ্যায় নূর মোহাম্মদের নতুন বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত তাসপিয়া আক্তার কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার আদরা এলাকার ফরহাদ হোসেনের মেয়ে। দুই বোনের মধ্যে তাসপিয়া ছিল ছোট।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাসপিয়ার বাবার ব্যবসার সুবাধে বাবা মায়ের সাথে নানার বাড়ী রামপুর থাকে তারা। সবাই কাজে ব্যস্ত থাকায় রবিবার সন্ধ্যায় নানার ঘরে মধ্যে হামাগুড়ি দিয়ে খেলছিল তাসপিয়া। কিছুক্ষণ পর হঠাৎ করে ঘরের ভিতরে নুয়ে পড়ে সে। এসময় তার মুখ দিয়ে লালা যেতে থাকে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাসপিয়াকে মৃত ঘোষণা করেন। বিষাক্ত সাপের কামড়ে তাসপিয়ার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক তাদের নিশ্চিত করেছেন।