সংবাদ শিরোনাম ::
নোয়াখালী সুধারামে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার-২
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ ৪৬৪৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় ৬ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে সুধারাম থানা পুলিশ। তাদের আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) ভোরে উপজেলার ৭ নং ধর্মপুর ইউনিয়নের ৯৩-সল্যা গ্রামের মনু মিয়ার বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ৯৩-সল্যা গ্রামের মনু মিয়ার বাড়ির মৃত মনু মিয়ার ছেলে মো. মিজান (৩২) ও তার স্ত্রী ঝর্ণা বেগম (৩০)।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) স্পেসল্যাব চৌধুরী প্রমোজ ছয় কেজি গাঁজাসহ তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।