ভোরের কাগজ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
- আপডেট সময় : ০৪:৩০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ ৩৩৯২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কান্ডারি” শিরোনামে ভোরের কাগজে সংবাদ প্রকাশিত হওয়ায় পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচ জনের বিরেুদ্ধে হয়রনীমূলক মানহানির মামলা প্রত্যাহার এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের মনোনয়ন বাতিলসহ তার শাস্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) সকাল সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে নোয়াখালীতে কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি শেষে প্রেসক্লাব চত্তরে এক প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা।
প্রতিবাদ সমাবেশে ভোরের কাগজ জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, আলমগীর ইউসুফ, সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী প্রমূখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দৈনিক ইনকিলাব ব্যুরো প্রধান আনোয়ারুল হক, দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন, সফল বার্তা লিয়াকত আলী খান, দৈনিক দিশারী সম্পাদক আকাশ মো. জসিম, চলতি ধারা সম্পাদক এমবি আলম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, দৈনিক দেশ রূপান্তরের নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিশাদ, নিউজ ২৪ নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, যমুনা টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মুনতাসিম বিল্লা সবুজ, চ্যানেল আই নোয়াখালী প্রতিনিধি আলা উদ্দিন শিবলু, দৈনিক আমার সংবাদ নোয়াখালী প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ, নতুন দিন নোয়াখালী প্রতিনিধি এ.আর আজাদ সোহেল, একুশে টেলিভিশন প্রতিনিধি আরেফিন শাকিল, দেশ টিভি প্রতিনিধি খায়রুল আনাম রিফাত, ডেইলি অবজারভার প্রতিনিধি মুলতানুর রহমান মান্না, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জুয়েল রানা লিটন, আজকালপত্র সম্পাদক সাজ্জাদুর রহমান, দৈনিক জনতার বাংলার নোয়াখালী প্রতিনিধি মো: সেলিমসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা ভোরের কাগজ প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচ জনের বিরেুদ্ধে হয়রনীমূলক মানহানির মামলা প্রত্যাহার এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের মনোনয়ন বাতিলসহ তার শাস্তির দাবি জানান।