সংবাদ শিরোনাম ::
ইয়াবাসহ সোনাইমুড়ীতে গ্রেফতার তরুণী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২ ৭৭৯৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ইয়াবাসহ এক তরুণীকে আটক করেছে পুলিশ। আটককৃত মোসাম্মৎ শাহিদা আক্তার মনি (২০) সোনাইমুড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের ভানুয়াই গ্রামের আবুল কালাম জিলানীর বাড়ির মো. রুবেলের স্ত্রী।
সোমবার (৬ জুন) দুপুরে আটককৃত আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল রোববার রাত ৮টার দিকে সোনাইমুড়ী পৌরসভা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই তরুণীকে আটক করে পুলিশ। পরে তাকে তল্লাশী করে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। ওসি আরো জানায়, এ ঘটনায় আটককৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।