নোয়াখালীতে অবৈধ ৫ ক্লিনিক সিলগালা
- আপডেট সময় : ১২:০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২ ১৪৯৮৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় ২ টি ফিজিওথেরাপি সেন্টার, ২ টি ডায়াগনস্টিক সেন্টার ও ১ টি বেসরকারি হাসপাতালকে সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বুধবার (৮ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলা শহর মাইজদীতে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা নুসরাত জেবিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অন্যান্যদের মধ্যে, নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সাইফুদ্দিন মাহমুদ চৌধুরী ও প্রধান সহকারী এটিএম আকরাম চৌধুরী উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকালে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অনিবন্ধিত, প্রয়োজনীয় কাগজপত্র বিহীন ও বিভিন্ন অনিয়মের কারনে সেইভ লাইফ ডায়াগনস্টিক সেন্টার, মাতৃছায়া প্রাইভেট হাসপাতাল, সু-স্বাস্থ্য ফিজিওথেরাপি সেন্টার, বেটার লাইফ ফিজিওথেরাপি সেন্টার, মাইজদী এবং দেশবন্ধু ডায়াগনস্টিক সেন্টার কে সিলগালা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।