ইয়াবাসহ কোম্পানীগঞ্জে গ্রেফতার উপজেলা চেয়ারম্যান প্রার্থী
- আপডেট সময় : ০৯:১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২ ৮০১৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলার এক চেয়ারম্যান প্রার্থী মো. আহছান উল্যাহকে (৬৫) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আহছান উল্যাহ উপজেলার চরহাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল গফুরের ছেলে।
পুলিশ জানায়, আহছান উল্যাহ উপজেলার চর হাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিল। গত নির্বাচনে সে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করে। বুধবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আহছান উল্যার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘর তল্লাশি করে ২০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার সকালে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।