ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

অভাবের তাড়নায় কোম্পানীগঞ্জে কৃষকের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২ ৪৯২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ আর্থিক সংকটে পড়ে গলায় ফাঁস দিয়ে এক কৃষক আত্মহত্যার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত কৃষকের নাম মো. হেলাল (৩৮) সে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফজল হকের ছেলে।

 

শুক্রবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হেলালের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

চরএলাহী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাহার উদ্দিন জানান, নিহত হেলাল দুই সন্তানের জনক। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। কিছু দিন আগে নদী ভাঙ্গনে তাঁর বাড়ি ঘর বিলীন হয়ে যায়। সে অভাব-অনটনে ছিল। কয়েক দিন তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যায়। চাষাবাদে বারবার ক্ষতি হওয়ায় ধার-দেনায় জড়িয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি নিজ বসত ঘরে একা ছিলেন। অভাব অনটনের এ চাপ সইতে না পেরে হেলাল নিজ বসত ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে বাড়ির লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

 

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, স্থানীয়দের ভাষ্যমতে অভাব অনটনে পড়ে ওই কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। শুক্রবার সন্ধ্যার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

অভাবের তাড়নায় কোম্পানীগঞ্জে কৃষকের আত্মহত্যা

আপডেট সময় : ০৪:৫৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২

নোয়াখালী প্রতিনিধি:

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ আর্থিক সংকটে পড়ে গলায় ফাঁস দিয়ে এক কৃষক আত্মহত্যার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত কৃষকের নাম মো. হেলাল (৩৮) সে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফজল হকের ছেলে।

 

শুক্রবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হেলালের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

চরএলাহী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাহার উদ্দিন জানান, নিহত হেলাল দুই সন্তানের জনক। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। কিছু দিন আগে নদী ভাঙ্গনে তাঁর বাড়ি ঘর বিলীন হয়ে যায়। সে অভাব-অনটনে ছিল। কয়েক দিন তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যায়। চাষাবাদে বারবার ক্ষতি হওয়ায় ধার-দেনায় জড়িয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি নিজ বসত ঘরে একা ছিলেন। অভাব অনটনের এ চাপ সইতে না পেরে হেলাল নিজ বসত ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে বাড়ির লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

 

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, স্থানীয়দের ভাষ্যমতে অভাব অনটনে পড়ে ওই কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। শুক্রবার সন্ধ্যার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।