নোয়াখালীতে ইয়াবাচক্রের গডফাদার গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:৩৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২ ৩৬৫৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর দক্ষিনাঞ্চলের মাদকদ্রব্য ক্রয় বিক্রির মুলহোতা ও ইয়াবা কারবারিদের গডফাদার খাইরুল ইসলাম আজাদ প্রকাশ লাল আজাদকে (৩৩) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সম্প্রতি এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত খাইরুল ইসলাম আজাদ সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের জাফর উল্যার ছেলে।
পুলিশ জানায়, কয়েকদিন আগে সুবর্ণচর থেকে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত এক আসামিকে আদালতে হাজির করে ১৬৪ধারায় জবানবন্দি নেওয়া হয়। জবানবন্দিদে ওই অঞ্চলের ইয়াবা কারবারির মুলহোতা হিসেবে লাল আজাদের নাম উঠে আসে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে চরবাটা ইউপির ভূইয়ারহাট বাজারে অভিযান চালিয়ে লাল আজাদকে গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তারকৃত লাল আজাদের বিরুদ্ধে ধর্ষণ, অস্ত্র আইনে, চাঁদাবাজি, কিশোর-গ্যাং দিয়ে ভূমি দখল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একাধিক মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামি লাল আজাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।