নোয়াখালীতে প্রবাসী আওয়ামী সাইবার ফোর্সের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে ত্রান বিতরণ
- আপডেট সময় : ০৩:৪০:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২ ৪০৫৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী কবিরহাট উপজেলায় প্রবাসী আওয়ামী সাইবার ফোর্স এর এক বছর পূর্তি উপলক্ষ্যে পবিত্র ঈদ-উল আজহাকে সামনে রেখে প্রায় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (০৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজির বাগ, মণি নগর, যাদবপুর, চন্দ্রসুদ্দি ও দরাপ নগর এলাকার শতাধিক গরীব অসহায় মানুষের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
বাটইয়া ইউনিয়নের ইউপি সদস্য জসিম উদ্দিন সেলিমের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আমির হোসেন সবুজের সঞ্চলনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন, কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু।
এছাড়াও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানে সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার বাটইয়া ইউনিয়নের আওয়ামী সংগঠনের সাথে জড়িত অনেকে জীবিকার তাগিদে বিভিন্ন দেশে পাড়ি জমান। প্রবাশে থেকে সবাই মিলে বিগত এক বছর পূর্বে আওয়ামী সাইবার ফোর্স নামক একটি সংগঠন গড়ে তোলেন। তাদের সংগঠনের মূল লক্ষ্য ছিল আওয়ামীলীগ সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডকে স্যোসাল মিডিয়ার মাধ্যমে জনগণকে জানানো এবং দলের অসহায় লোকজনের দু:খ দূর্দাশা তুলে ধরে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আর এ সংগঠনের এক বছর পূর্তি উপলক্ষ্যে সকলের দোয়া ও সহযোগিতা চেয়ে নিজেদের কষ্টে উপার্জিত টাকা দিয়ে প্রায় শতাধিক গরিব-অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা।