কবিরহাটে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় গ্রেপ্তার-১
- আপডেট সময় : ১০:২৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২ ৯৩৯৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় গাছ থেকে জাম পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক শিশুকে (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে কবিরহাট থানায় একটি মামলা দায়ের করেছে।
গ্রেফতারকৃত টিপু সুলতান (১৬) উপজেলার ধানশালিক ইউনিয়নের ৪নং ওয়ার্ড চরগুল্লাখালী গ্রামের কালাগো বাড়ির বাবুলের ছেলে। শনিবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে ধানশালিক ইউনিয়নের চরগুল্লাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বখাটে টিপু একই গ্রামের সাত বছর বয়সী এক শিশুকে প্রথমে টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে গাছ থেকে কালো জাম পেড়ে দেওয়ার লোভ দেখিয়ে ঝোপঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় ভুক্তভোগী শিশু শৌরচিৎকারে স্থানীয় লোকজন ধর্ষণের চেষ্টাকারী যুবককে হাতেনাতে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে। পরে স্থানীয়রা বখাটে যুবককে আটক করে পুলিশে খবর দেয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসে। শনিবার রাতে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় রোববার সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যরম কারাগারে পাঠানো হবে।