ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

দ্বীপ হাতিয়াতে কেন্দ্রীয় ছাত্রদল নেতার ওপর হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ ১০২৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

 

নোয়াখালীর হাতিয়াতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজের (৩২) ওপর ছাত্রলীগের একদল কর্মীর হামলার অভিযোগ পাওয়া গেছে।

 

গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজদীবাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত শাহনেওয়াজ গ্রামের বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

 

আহত শাহনেওয়াজ অভিযোগ করে বলেন, ঈদুল আযহা উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে আসেন। আসার পর বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের ঘরোয়াভাবে মতবিনিময় করেন। সোমবার দুপুর আড়াইটার দিকে তিনি সোনাদিয়া ইউনিয়নের হিল্টন সড়কের গ্রামের বাড়ি থেকে বের হয়ে জাহাজমারা বাজারে এলে ছাত্রলীগের ১০-১৫ জনের একদল কর্মী অতর্কিত ভাবে তাঁর ওপর হামলা চালায়।

 

শাহনেওয়াজ অভিযোগ করে আরো বলেন, হামলাকারীরা এ সময় তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে এবং কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর ফোলা, জখম করে। তারা তাঁর সঙ্গে থাকা নগদ টাকা, মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে বাড়িতে চিকিৎসা নেন। হামলায় গুরুতর আহত হলেও নিরাপত্তার কারণে তিনি হাসপাতালে ভর্তি হননি বলে উল্লেখ করেন।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ছাত্রলীগের কিছু কর্মী জাহাজমারা এলাকা দিয়ে যাওয়ার সময় ছাত্রদল নেতার সঙ্গে থাকা কর্মীরা তাদের লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছে। ছাত্রদল নেতার ওপর কেউ হামলা করেনি।

 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতার ওপর হামলার কথা তাঁকে ফোনে জানানো হয়েছিল। তিনি তাৎক্ষনিক জাহাজমারা তদন্ত কেন্দ্র থেকে একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। কিন্তু ঘটনার বিষয়ে ছাত্রদল নেতার পক্ষ থেকে রাত নয়টা পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

দ্বীপ হাতিয়াতে কেন্দ্রীয় ছাত্রদল নেতার ওপর হামলা

আপডেট সময় : ০৪:১৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

নোয়াখালী প্রতিনিধি:

 

নোয়াখালীর হাতিয়াতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজের (৩২) ওপর ছাত্রলীগের একদল কর্মীর হামলার অভিযোগ পাওয়া গেছে।

 

গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজদীবাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত শাহনেওয়াজ গ্রামের বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

 

আহত শাহনেওয়াজ অভিযোগ করে বলেন, ঈদুল আযহা উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে আসেন। আসার পর বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের ঘরোয়াভাবে মতবিনিময় করেন। সোমবার দুপুর আড়াইটার দিকে তিনি সোনাদিয়া ইউনিয়নের হিল্টন সড়কের গ্রামের বাড়ি থেকে বের হয়ে জাহাজমারা বাজারে এলে ছাত্রলীগের ১০-১৫ জনের একদল কর্মী অতর্কিত ভাবে তাঁর ওপর হামলা চালায়।

 

শাহনেওয়াজ অভিযোগ করে আরো বলেন, হামলাকারীরা এ সময় তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে এবং কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর ফোলা, জখম করে। তারা তাঁর সঙ্গে থাকা নগদ টাকা, মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে বাড়িতে চিকিৎসা নেন। হামলায় গুরুতর আহত হলেও নিরাপত্তার কারণে তিনি হাসপাতালে ভর্তি হননি বলে উল্লেখ করেন।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ছাত্রলীগের কিছু কর্মী জাহাজমারা এলাকা দিয়ে যাওয়ার সময় ছাত্রদল নেতার সঙ্গে থাকা কর্মীরা তাদের লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছে। ছাত্রদল নেতার ওপর কেউ হামলা করেনি।

 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতার ওপর হামলার কথা তাঁকে ফোনে জানানো হয়েছিল। তিনি তাৎক্ষনিক জাহাজমারা তদন্ত কেন্দ্র থেকে একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। কিন্তু ঘটনার বিষয়ে ছাত্রদল নেতার পক্ষ থেকে রাত নয়টা পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।