স্বোচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ নোয়াখালীতে গ্রেফতার-২
- আপডেট সময় : ১১:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ ১৪৮৩৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলা স্বোচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ ২জনকে গ্রেফতার করেছে সুধারাম মডেল থানার পুলিশ।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরের দিকে মাইজদী শহরস্থ হাউজিং বালুরমাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নব-গঠিত নোয়াখালী জেলা কৃষক দলের কমিটিকে বরণ ও অভিনন্দন জানানোর জন্য নোয়াখালী জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে মাইজদী শহরস্থ হাউজিং বালুর মাঠ থেকে শহরের মেইন রোডে একটি হুন্ডা শোডাউন করার পরিকল্পনা ছিল তাদের। মাইজদী শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশংকায় তাদের আটক করা হয়েছে বলে জানা যায়। নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নামে সুধারাম মডেল থানায় নাশকতা ও গাড়ি ভাংচুরের ঘটনায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে মিজানুর রহমান মিজান জামিনে আছেন বলেও জানা যায়।
নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহম্মদ বলেন, সরকারের আজ্ঞাবহ পুলিশ প্রথমে স্বেচ্ছাসেবক দলের নেতাদের ওপর হামলা চালায়। এরপর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ স্বেচ্ছাসেবক দলের ৪জন নেতাকির্মকে আটক করে পুলিশ।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ ২জনকে আটক করেছে। তবে তিনি তাৎক্ষণিক আটককৃত আরেক নেতার নাম জানাতে পারেননি।