ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ সুধারামে গ্রেপ্তার ১৪ মামলার আসামী
- আপডেট সময় : ০৭:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২ ১০০৯১ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুধারামে ১৪ মামলার পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী এলমান ও তার সহযোগী সবুজকে ইয়াবা ও আগ্নেয়ান্ত্রসহ গ্রেফতার করেছে সুধারাম মডেল থানার পুলিশ। এ সময় গ্রেফতারকৃত আসামিদের থেকে ৮০পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরী এলজি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ জুলাই) দুপুর ১টা ১৫মিনিটের দিকে নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর রশিদ কলোনী থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. এলমান (২৫) নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে এবং তার সহযোগী সন্ত্রাসী সবুজ (২২) উপজেলার দরবেশপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ জানায়, কয়েক মাস আগে সন্ত্রাসী এলমান ও তার সাঙ্গপাঙ্গরা সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসারকে চাঁদার দাবিতে হাতুড়ি দিয়ে পেটিয়ে গুরুত্বর আহত করে। সে ওই মামলার এজহার নামীয় প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। সে এলাকার চিহিৃত দুধর্ষ সন্ত্রাসী।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী এলামান ও তার সহযোগী সবুজকে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি এলজি জব্দ করা হয়। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।