র্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার-১
- আপডেট সময় : ০১:৪২:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২ ৫৩১৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১। এ সময় আসামির হেফাজত থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ১টি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. ফয়েজ আহম্মদ (২৬) উপজেলার জিরতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বারইচতল গ্রামের বেচু মিয়ার বাড়ির মৃত বেচু মিয়ার ছেলে।
শনিবার (৩০ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার (২৯ জুলাই) রাতে বেগমগঞ্জ উপজেলার জিরতলি ইউনিয়নের বারইচতল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত আসামি ফয়েজ আহম্মদ একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। অবৈধ অস্ত্র প্রদর্শন করে সে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। আসামরি ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পেত না।