বিক্রি করতে এসে ৯ শতাধিক ইয়াবাসহ আটক-১
- আপডেট সময় : ০৩:৪৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২ ৯৩৭৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তার থেকে ৯০২ পিস ইয়াবা ও ১ টি মোবাইল সেট জব্দ করা হয়।
আটককৃত মো. আরিফ (৩২) উপজেলার মধ্যম লক্ষীদিয়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে।
গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব লক্ষীদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
হাতিয়া কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শফিউল কিঞ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব লক্ষীদিয়া গ্রামে অভিযান চালায় হাতিয়া কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশনের একটি দল। এসময় ইয়াবা বিক্রিকালে ৯০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আরিফকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারিকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য।