সংবাদ শিরোনাম ::
হাতিয়ায় কোষ্ট গার্ডের অভিযানে গাঁজাসহ গ্রেফতার মাদক কারবারী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ ৮১৫৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নলচিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী হাসান (২৫) উপজেলার আফাজিয়া বাজার সংলগ্ন ফরাজী গ্রামের বাসিন্দা।
হাতিয়া কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শফিউল কিঞ্জল এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি হাসানকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।