৬শ ইয়াবাসহ সোনাইমুড়িতে গ্রেফতার ২ মাদক কারবারী

- আপডেট সময় : ০৪:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২ ২০৫২৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে ৬০০ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে সোনাইমুড়ি থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো, উপজেলার অম্বরনগর গ্রামের সাখাওয়াত হোসেন রিয়াজ (২২) ও মো.আনোয়ার হোসেন রুবেল (২৮)।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরের দিকে আসামীদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে একই দিন সকাল ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার ৫নং অম্বরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব অম্বরনগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল ৯টা ২০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫নং অম্বরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব অম্বরনগর গ্রামের শাহজাহানের চা-দোকান এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪জন মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টাকালে শাহজাহানের চা-দোকানের ভিতর হইতে সাখাওয়াত হোসেন রিয়াজ (২২) ও মো. আনোয়ার হোসেন রুবেল (২৮)কে গ্রেফতার করা হয়। ওই সময় ২মাদক কারবারী দৌড়ে পালিয়ে যায়।
ওসি আরো জানায়, আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।