বাজারে ইলিশ নেওয়ার পথে দ্বীপ হাতিয়ায় নৌ পুলিশের হাতে আটক-৪
- আপডেট সময় : ০৬:০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২ ২৭৪৮৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বিচ্ছিনান দ্বীপ উপজেলা হাতিয়াতে এক মণ ইলিশসহ ৪জনকে আটক করেছে নৌ পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃত তিন জেলেসহ ৪জনকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড করা হয়। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন এ আদালত পরিচালনা করেন। একই সঙ্গে জব্দকৃত ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয়।
শুক্রবার (৭ অক্টোবর) সকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাজারে বিক্রির জন্য ইলিশ মাছ নেওয়ার পথে উপজেলার নলচিরা ঘাট থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো, উপজেলার রসুলপুরের জেলে আনোয়ার হোসেন (২১), মধ্যম মাইজরা গ্রামের মো. নুরুন নবী (২৮), জাহাজমারার আবদুল কুদ্দুস (২১) ও মাছ বহনকারী মাইজরা গ্রামের মো. নুর উদ্দিন (২৫)।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দ-নীয় অপরাধ। এ আইন অমান্য করলে কমপক্ষে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদ- অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দ-ে দ-িত করা হবে।