সংবাদ শিরোনাম ::
ওএমএসের ১১৩০ কেজি চাল উদ্ধার, গ্রেফতার-১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২ ৯৩১৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলায় সরকারি ওএমএসের ১১৩০ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মো. আব্দুল হাকিম (৪৭) নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের গোপাই গ্রামের দাইয়া মিয়ার বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, গতকাল মঙ্গলবার নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের দত্তেরহাট বাজারের হাকিম ডিপার্টমেন্টাল স্টোরের ভিতর থেকে এই চাল উদ্ধার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিত্তে এসব চাল উদ্ধার করা হয় এবং এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।