বিদেশি মদ-গাঁজাসহ গ্রেফতার মাদক কারবারি
- আপডেট সময় : ০৪:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ ১৩৫৯৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে মো. হারুন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ১৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. হারুন উপজেলার নরোওমপুর ইউনিয়নের মৃত লুৎপুর রহমানের ছেলে।
গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১১। এর আগে, শুত্রæবার ১৬ ডিসেম্বর রাতে উপজেলার নরোওমপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের নরোওমপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বিভিন্ন সময় ফেনী ও কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মদ-গাঁজা সংগ্রহ করে নোয়াখালী ও লক্ষীপুরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মাদক কারবারিদের কাছে সরবরাহ করত। এ ঘটনায় আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।