নোয়াখালীতে মিথ্যা মামলা ও সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৫:৩৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ ১২৬২০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সদর উপজেলার ৫নং বিনোদপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা নারী ইউপি সদস্য রাশেদা আক্তার প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের নাম ভাঙ্গিয়ে আল আমিন শিল্পগোষ্ঠির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মরহুম আনোয়ার মির্জার বিনোদপুর মৌজার মালিকীয় ও লীজকৃত ভূমি জবর দখল করার জন্য মিথ্যা, ভূয়া ও কাল্পনিক তথ্য উপস্থাপন করে হামলা, মামলা, হয়রানী ও ভূয়া নাম সর্বস্ব অনলাইন মিডিয়ায় মানহানিকর কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আল আমিন গ্রুপ অব লিমিটেড এর ম্যানেজার আলা উদ্দিনসহ কোম্পানির কর্তকর্তারা।
বুধবার (২১ ডিসেম্বর) বেলা ১২ টায় নোয়াখালীর জেলা সদর মাইজদীতে অবস্থিত একটি স্থানীয় দৈনিক পত্রিকা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আল-আমিন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজার মো. আলাউদ্দিন ভূঁইয়া অভিযোগ করে বলেন, গত ৫ই নভেম্বর ২০২২ ইং তারিখে বাংলাদেশের স্বনামধন্য শিল্পপতি ও দানবীর মরহুম মো. আনোয়ার মীর্জার পরিবারের বিরুদ্ধে মিথ্যা, ভূয়া ও বানোয়াট তথ্য উপস্থাপন করে এবং দেশের বিশিষ্ট এই শিল্পপতির পরিবারকে ভূমিগ্রাসী উল্লেখ করে সংবাদ সম্মেলন করে বিনোদপুর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য রাশিদা আক্তার।
তিনি বলেন, আনোয়ার মীর্জা সাহেবের মৃত্যুর পর কিছু স্বার্থান্বেষী মহলের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্দনে তথাকথিত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দাবীতে অভিযুক্ত এ ইউপি সদস্য ও তার সহোদর ভাই আমির হোসেন গং মরহুম আনোয়ার মীর্জার অনুকূলে লীজ আদেশের বিরুদ্ধে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), চট্টগ্রাম বরাবরে ভিপি আপিল মামলা নং-০৫/২০১৬ দায়ের করলে তা খারিজ হয়ে যায়। পরবর্তীতে তার ভাই আমির হোসেন গং ভূমি আপিল বোর্ড, ঢাকায় মামলা নং-৪-৮২/২০১৮ (ভিপি) আপিল, নোয়াখালীতে দায়ের করলে সেটাও খারিজ হয়ে যায়। এরপরেও মুক্তিযোদ্ধা সন্তান দাবী করে এবং ইউপি সদস্য পদের অপব্যবহার করে তারা সম্পূর্ণ মিথ্যা উক্তিতে ভূয়া, তঞ্চক এবং প্রকৃত অবস্থার বিপরীতে সম্পত্তি দাবী করে আনোয়ার মীর্জা সাহেবের পরিবারের বিরুদ্ধে মিথ্যে প্রপাগান্ড রটিয়ে তাদের মানহানি করার চেষ্টা করে এবং ভিত্তিহীন একটি সংবাদ সম্মেলন করে।
তিনি আরো বলেন, আল-আমিন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিবার, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলা মোকদ্দমা দায়ের করে সামাজিক ভাবে হেয়-প্রতিপন্ন করে সম্মান ক্ষুন্ন করার অপচেষ্টা করছে। আমাদের বিরুদ্ধে ভূয়া ও কাল্পনিক তথ্যের ভিত্তিতে করা সম্মানহানীকর সংবাদ পরিবেশন ও মামলা প্রত্যাহার করার জোর দাবী জানাচ্ছি। সেই সাথে জেলা প্রশাসন ও পুলিশ প্রশানের দৃষ্টি আকর্ষণ করছি। ভূয়া ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনার দায়ে কোম্পানির পক্ষ থেকে দেশের প্রচলিত আইনের বিধান মতে মানহানির মামলা সহ সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে বাধ্য হবো।