সেনবাগে ইটভাটা মালিকের ১ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ১১:০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ১২৭২৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করার দায়ে ভাই ভাই ব্রিকসের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনারর (ভূমি) তাজমিন আলম তুলির আদালত।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুন নাহারের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি উপজেলার বীজবাগ ইউপির বালিযাকান্দি গ্রামে অবস্থিত আবু তাহের কোম্পানীর ভাই ভাই ব্রিকফিল্ড নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করে। এ সময় মালিক পক্ষ ইটভাটা পরিচালনায় কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং ইটভাটা এলাকায় বসতবাড়ির ক্ষতি হওয়ায় ইটভাটার মালিক আবু তাহের কোম্পানীকে ১লাখ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি বলেন, ইটভাটার মালিককে নতুন করে দুই মাসের সময় দেওয়া হয়েছে। লাইসেন্স না করলে ইটভাটাটি বন্ধ করে দেওয়া হবে।