সংবাদ শিরোনাম ::
গৌরীপুর-৩, আসনে সংসদ সদস্য হিসেবে সোমনাথ সাহার প্রার্থীতা ঘোষণা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ২৪৩১৩ বার পড়া হয়েছে
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে আনুষ্ঠানিকভাবে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা করেন তিনি।
গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টির সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার শুরুতে সোমনাথ সাহা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ড ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কথা তুলে ধরেন। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে বিজয়ী করার আহবান জানান তিনি।
এতে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, পৌর কাউন্সিলর মাসুদুর রহমান রতন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন সোহেল, সাবেক ছাত্রলীগ নেতা নাজিমুল ইসলাম শুভ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল ইমরান রনি ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক, সাবেক ইউপি সদস্য এখলাছ উদ্দিন নয়ন, আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান রিপন প্রমুখ।