বেগমগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক সংগঠন প্রতিবাদী কন্ঠ
- আপডেট সময় : ১০:৩১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩ ৩৮১১ বার পড়া হয়েছে
আজিজ আহমেদ, বেগমগঞ্জ:
মানবিক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান প্রতিবাদী কন্ঠের উদ্দ্যেগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে প্রতিবাদী কন্ঠের সদস্যরা ৩ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই আর্থিক অনুদান প্রদান করেন।
সম্প্রতি গত ২৮ মে ভোর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি পরিবারের বসতঘর মালামালসহ ৩ টি দেশীয় গরু অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবাররা এখনো খোলা আকাশের নিচে বসবাস করছে, তাই তাদের পাশে দাড়াতে প্রতিবাদী কন্ঠের এই ক্ষুদ্র প্রয়াশ।
সদস্যরা বলেন, মানুষের বিপদে, সুখে-দুঃখে সবার কল্যানে এমন ক্ষতিগ্রস্থ, অসহায় পরিবারের পাশে বিত্তবানদের মানবতায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।
এই সময় উপস্থিত ছিলেন, প্রতিবাদী কন্ঠের সাংগঠনিক সম্পাদক আবু তালেব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সম্পাদক সাংবাদিক আজিজ আহমেদ, খেলাধুলা ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল হাকিম রায়হান, সদস্য আবদুল আজিজ শান্ত, মো. আরিফ, যুবলীগ নেতা মো. মনির হোসেন সহ আরো অনেকে।