সুবর্ণচরে সাংবাদিকের ভাইয়ের বাড়ীতে দূধর্ষ চুরি
- আপডেট সময় : ০৫:০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ১১ বার পড়া হয়েছে
নোয়াখালী সুবর্ণচরে সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেলের ভাই মোশাররফ হোসেন রয়েলের বাড়ীতে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরের দল নগদ টাকা, স্বর্ণালংকারসহ আসবাবপত্র নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে চরজব্বর থানা পুলিশ।
মঙ্গলবার রাতের কোন এক সময় চরজব্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ড চরজব্বর গ্রামে এই চুরির ঘটনা ঘটে ।
ভুক্তভোগী মোশাররফ হোসেন রয়েল জানান, একটি সামাজিক অনুষ্ঠানে জেলা শহরে যান তারা। রাত বেশি হওয়ায় আর বাড়িতে ফেরেননি। এই সুযোগে রাতের কোন এক সময় চোরের দল ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে আলমারি, শোকেস ভেঙ্গে নগদ ৭৫ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার, কম্পিউটার ল্যাপটপ সহ কিছু আসবাবপত্র নিয়ে যায়। সকালে বাড়ীতে এসে দেখেন ঘর খোলা এবং সব কিছু ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে আছে।
সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেল বলেন, সকাল সাড়ে নয়টার দিকে মাছের প্রজেক্ট দেখতে এসে বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা খোলা দেখতে পাই। ঘরে আলমারি, শোকেস ভাঙ্গা। তৎক্ষণাৎ আশেপাশের লোকজন ও প্রশাসনকে অবহিত করি।
ভুক্তভোগী রয়েল আরো জানান, সুষ্ঠ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবী করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস বলেন, বিষয়টি দুঃখজনক। খবর পেয়ে দুইজন উপপরিদর্শকসহ ঘটনাস্থল পরিদর্শন করেছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।