ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কবিরহাটের ফরাজী বাজারে বিক্ষোভ
- আপডেট সময় : ০৯:২৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
কবিরহাট প্রতিনিধিঃ
নোয়াখালী কবিরহাট উপজেলার ফরাজী বাজারে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের মুসলিম জনতা।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বাটিয়া ইউনিয়নের বড় বাড়ি জামে মসজিদ, নরোত্তনপুর ইউনিয়নের আবদুল কাদের চৌধুরী জামে মসজিদ, আজিমা খাতুন জামে মসজিদ এর মুসল্লিগণ মাগরিবের নামাজ শেষে ফরাজী বাজারে এক বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মনি নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে উপস্থিত মুসলিম জনতার উদ্দেশ্যে ইসলামিক চিন্তাবিদ মোঃ রিফাত উদ্দিন বলেন, দখলদার ইসরায়েল আমাদের প্রথম কেবলা দখল করার পাঁয়তারা করছে। ফলে মুসলিম হিসেবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তারা চায় মুসলিম বিশ্বের প্রথম কেবলা গাজা থেকে চিরতরে মুসলিমরা সরে যাক। আমরা মুসলিম হয়েও তাদের সাহায্য করতে পারছি না। এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল থেকে আমরা ফিলিস্তিনিদের সহানুভূতি জানাচ্ছি এবং যার যার অবস্থান থেকে সবাইকে ফিলিস্তিনি রক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে।