মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:৫০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ২১ বার পড়া হয়েছে
সোনাইমুড়ী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী থানার পুলিশ মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামি মো. সাদ্দাম ওরফে রুবেলকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মো. সাদ্দাম হোসেন ওরফে রুবেল উপজেলার ধন্যপুর গ্রামের আনা মিয়া সর্দার বাড়ির শাহ আলমের ছেলে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরীর উত্তর খান থানার হজ্জক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সোনাইমুড়ী থানার একদল পুলিশ র্যাব-৩ এর একটি বিশেষ টিমের সার্বিক সহযোগীতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে গতকাল রোববার বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর উত্তর খান থানার হজ্জক্যাম্প এলাকায়। অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল লক্ষীপুর কর্তৃক ঘোষিত রায়ে মৃত্যুদন্ড সাজা প্রাপ্ত আসামি মো. সাদ্দাম হোসেন ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।