সকল জেলায় ডিসিদের মাধ্যমে সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত
- আপডেট সময় : ০৮:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০ ২৯২ বার পড়া হয়েছে
প্রতিবেদক::
করোনা ভাইরাসের মত দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে প্রায় দেড় কোটি পরিবারের সোয়া ছয় কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার।
আজ সেমাবার এক তথ্য বিবরনীতে বলা হয় , ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১ জুন পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে প্রায় এক লাখ ৯২ হাজার মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ১ কোটি ৪১ লাখ ১৮ হাজার ৪৮৮টি এবং উপকারভোগী লোকসংখ্যা ৬ কোটি ২৩ লাক্ষ ১৪ হাজার ৪০৯ জন। নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ১১০ কোটি টাকা ।
এর মধ্যে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৮৬ কোটি ৪৩ লাখ ৭২ হাজার টাকা এবং বিতরণ করা হয়েছে প্রায় ৭৫কোটি ৭১ লাখ ১৮ হাজার টাকা। এতে উপকারভোগীর পরিবার সংখ্যা ৮৪ লাখ ৭হাজার ১০৭ টি এবং উপকারভোগী লোক সংখ্যা ৩ কোটি ৭৬ লাখ ১৫ হাজার ৭৯জন ।
শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ২৩ কোটি ৯৪ লাক্ষ টাকা এবং এপর্যন্ত বিতরণ করা হয়েছে প্রায় ১৯ কোটি ৩১ লাখ ৫৩ হাজার টাকা । এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৬ লাখ ১০ হাজার ২৫১ টি এবং লোক সংখ্যা ১২ লাখ ৮৪ হাজার ২০০ জন।