কবিরহাটের পন্ডিতের হাট মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজনের উপহার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৩:০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০ ৫২৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পন্ডিতের হাট মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা যায়, করোনা ভাইরাসের পাদুর্ভাব শুরু থেকে এলাকার ঘরবন্দি নিম্ন ও মধ্যবিত্ত্ব পরিবারের মাঝে খাদ্য সহায়তা করে আসছে এই মানব সেবা ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় আবারও পন্ডিতের হাট মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাহে রমজনে ঘরবন্দি মানুষদের মাঝে রোজার ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি ইদন সরওয়ারের উদ্যোগে ও ফাউন্ডেশনের সকল সদস্য এবং স্থানীয়দের সার্বিক সহযোগিতায় শনিবার (২মে) রাত নয়টা থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে রাতের আধাঁরে বাড়ি বাড়ি গিয়ে ৬০টি পরিবারের মাঝে রমজানের এ উপহার সামগ্রী পৌছে দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি ইদন সরওয়ার, মো. আমির হোসেন, মো. শামীম, রিপন মজুমদার, সোহেল ডুবাইওয়লা, রবিউল হক দিদার, জাহিদুল হক সোহেল, মঞ্জু, চয়ন, সোহেল, রাশেদ, সজীব প্রমূখ।