নোয়াখালীতে করোনা জয়ী ২৯ পুলিশকে সংবর্ধনা
- আপডেট সময় : ০৫:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০ ১৮৮৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি::
নোয়াখালীতে করোনা জয়ী পুলিশ সদস্যদের তৃতীয় দফায় আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুর ২টায় জেলা পুলিশের আয়োজনে নোয়াখালী পুলিশ লাইনে করোনা জয়ী ২৯ পুলিশ সদস্যকে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় করোনা জয়ী পুলিশ সদস্যদের হাতে ফুল তুলে দেন এবং মিষ্টি মুখ করান জেলা পুলিশ সুপার মো.আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খালেদ ইবনে মালেক, বেগমগঞ্জ সার্কেল শাহজাহান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার) মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।
পুলিশ সুপার মো.আলমগীর হোসেন জানান, নোয়াখালী জেলার ৯টি থানায় কর্মরত পুলিশের ১৯৭জন সদস্য এ পর্যন্ত করোনায় আক্রান্ত হন। এদের মধ্যে ৮৬ জন প্রায় ৩ সপ্তাহ হোম আইসোলেশনে থেকে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।
বাকিরা বিভিন্ন পর্যায়ে এখনো হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধারাবাহিকতায় তৃতীয় ধাপে করেনা জয়ী ২৭ পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এর আগে গত ২৮ জুন ও ৫ জুলাই দুপুরে পুলিশ লাইনে করোনা জয়ী ৫৭ জন পুলিশ সদস্যকে একইভাবে সংবর্ধনা দেওয়া হয়েছিল। আশা করি বাকি পুলিশ সদস্যরাও সুস্থ হয়ে দ্রুত কাজে যোগ দিতে পারবে।