নোবিপ্রবিতে মেডিকেল সেন্টার উদ্বোধন
- আপডেট সময় : ০৫:১৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০ ৯০০০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সু-চিকিৎসা সেবার লক্ষ্য নিয়ে ক্যাম্পাসে তিন তলা ভিতে নবনির্মিত মেডিকেল সেন্টার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার উল আলম।
নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন।
বক্তব্য রাখেন, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক এএইচএম নিজাম উদ্দিন চৌধুরি, মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার (চলতি দায়িত্ব) ডা: ইসমত আরা পারভীন।