আব্দুল মালেক উকিলের ৩৩ মৃত্যুবার্ষিকী আজ
- আপডেট সময় : ০৬:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০ ৬৪৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদের সাবেক স্পীকার এবং সাবেক স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মালেক উকিলের ৩৩’তম মৃত্যুবার্ষিকী আজ (১৭ অক্টোবর শনিবার)।
প্রয়াত এ নেতার মৃত্যুবার্ষিকী তাঁর নিজ জেলা নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ৯টায় আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলা শহর মাইজদী কোর্ট মসজিদ সংলগ্ন মরহুমের কবর জিয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আব্দুল মালেক উকিল ১৯২৪ সালের ১ অক্টোবর নোয়াখালী সদর উপজেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে তিনি পাকিস্তান জাতীয় পরিষদে নোয়াখালী থেকে সদস্য হিসাবে নির্বাচিত হন। ১৯৭২ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রীসভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ছিলেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৎকালীন নোয়াখালীতে সংসদ সদস্য নির্বাচিত হন এবং নতুন মন্ত্রীসভায় তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ১৯৭৫ সালে তিনি জাতীয় সংসদের স্পীকার নির্বাচিত হন। ১৯৭৮ সালে আওয়ামীলীগের ১২তম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর ১৯৮১ দলের ১৩তম সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। পরে ১৭মে দেশে ফিরে তিনি দলের দায়িত্ব নেন।