সুবর্ণচরে ডাকাত আতঙ্কে গ্রামবাসী, ৪ দিনে চার বাড়িতে ডাকাতি
- আপডেট সময় : ০৯:০২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০ ২০০৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে গত ৪ দিনে চার বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এই সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণ অলংকার সহ ১১টি গরু লুট করেছে। ডাকাত আতঙ্কে রয়েছে এলাকাবাসী, রাত জেগে পাহারা দিচ্ছেন তারা।
সর্বশেষ রোববার গভীর রাতে চর ওয়াপদা ইউনিয়নের বাদামতলি এলাকায় আলী আহাম্মদ মাষ্টারের বাড়ীতে ডাকাত ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ১১টি গরু ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এই সময় ডাকাতদের হামলায় দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। একই দিন চরজব্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামে শাহজাহানের বাড়িতে ঢুকে ঘরের দরজা ভেঙে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ১১ লক্ষ টাকা লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
খরব পেয়ে সোমবার সকালে নোয়াখালী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ১১ লক্ষ টাকা লুটের ঘটনাটি রহস্যজনক বলে ধারনা করেছে পুলিশ। এর আগে চর ওয়াপদা ইউনিয়নে আল আমিন বাজারের পশ্চিমে এনায়েত উল্যাহ এর বাড়ি থেকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, ৪ ভরি স্বর্ণ ও ৪ টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় এ সময় ডাকাতের হামলায় শাহাবুদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন (৩০) আহত হন।
এছাড়া প্রবাসী জসিমের বাড়িতে দরজা ভেঙে ডাকাতির চেষ্টা করে। পরে ধাওয়া খেয়ে পালিয়ে যায়। এ নিয়ে গত ৪ দিনে চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ সকল ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নোয়াখালী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ সকল ঘটনার তদন্ত চলছে। তবে ১১ লক্ষ টাকা লুটের ঘটনাটি সন্দেহ সৃষ্টি করে। পুলিশের মোবাইল টিম জোরদার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ।